পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীরা। " সকলে । মীরা । রাজা । সন্ন্যাসিনী । |* 'अक्र : বসন্ত সমীর, পূর্ণিমা যামিনী, ছেয়ে ফেলে শ্বাসে শ্বাসে। কি বুঝিবি তোরা সখি চপল বালিকা ! তবে যাই মোরা, ফুল তুলে গাথিগে মালিকা। (দূরে পুষ্প চয়ন করিতে করিতে গীত। ) আহা কি ফুটেছে সখি যুই গাছে গাছে রে । গুঞ্জরি ভ্রমর দেখ ফিরে কাছে কাছে রে । এ ফুলে ও ফুলে বায়ু ঢলি ঢলি পড়িছে, কুসুম সুবাসে তনু সুলাসিত করছে, পুলকেতে তর তর, বক্ষিতেছে সরু সর, অঞ্চলে অলকে হের লুকাচুরি খেলে -র । শিরোপরে হের শশী হেসে ঢর ঢর রে! ( রাজার প্রবেশ ও অন্তমনস্কভাবে উপবেশন । ) দেখ নাথ, সখীরা আমার ছড়াইয়া মুমধুর মুম্বর লহরী, হারায়েছে নিকুঞ্জ কোকিলে। কৈ তব গীতগোবিদের টাকা ? মধুপ্রস্রবণ ঢাল প্রাণে প্ৰাণেশ্বর, এ মধু যামিনী । সত্য বটে, কিন্তু প্রিয়ে স্বভাবের মধুর বিভব আজি কিছু লাগিছে না ভাল। সাধে বাদ