পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• s१ लूथ् । ] সন্ন্যাসিনী । >。 , প্রথম অঙ্ক | চতুর্থ দৃপ্ত। (রাজ-অন্তঃপুরস্থ উদ্যান : যোগিনী বেশে মীরা । ) রাজার প্রবেশ । বাজ।" একি ! একি রাণী ! কেন এ যোগিনী বেশ ? কোথা রত্ন-অলঙ্কার ? ছি ছি প্রিয়ে, ফেল খুলে ফেল ত্বরা। দেখনি কি পূর্ণশশী শোভে নীলাম্বরে ; তুষারে ঢাকিলে তার রহে কি সে শোভা ? নীরা। নাথ ! কি হইবে বৃথা বোঝা ব’য়ে ? শোভার কি প্রয়োজন ? রমণীর অলঙ্কার পতি । রাজা । বুঝিয়াছি প্রিয়ে, অলঙ্কার-বোঝা আমি ; তাই সন্ন্যাসিনী তুমি ফেলে দেছ খুলে বৃথা বোঝ, ঐ তব মুকোমল কণ্ঠদেশ হ’তে । মীরা। সে दि। নাথ ! রাজা । হায় । কখন না দেখিলাম চাহিছ অীমারে, বসে আছ মোর পথ চেয়ে, কহিছ আমার কথা সঙ্গিনীর সনে ;