পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b〜 মীরা। . রাজা । | সন্ন্যাসিনী । | ১ম তস্ক : দেখিনি ত কৰ্ভু, তুষিবারে অভাগার তৃষিত নয়ন, সাজিতেছ পুষ্পময়ী ফুল আtভরণে । ফুলে সজ্জা আপনার ? . বাহিরে, নিয়মের প্রাণহীন কর্তব্য সাধিয়া, কাটাকাটি রক্তস্রোত তর্জন গর্জনে অসাড় নিম্পন্দ হৃদি সজীব করিতে আসি গৃহে। খুজি চারিদিকে ; জিজ্ঞাসি সবারে,—কোথা রাণী ? কোথা মীরা ? সেই এক কথা, “পূজাগৃহে” “অৰ্চনামন্দিরে।" কত বার এসে এসে দেখে ফিরে যাই— আছে মগ্ন গভীর ধেয়ানে। মুদিত নয়ন দু'টি হ’তে ঝরে পড়ে জলধারা ; যেন, গিরিবালা নিরজনে তপে মগ্ন৷ শিশ্বরী শিখরে। এত পূজা ? কার পূজা ? • নবীন ীেবনে কেন এত বিরাগিণী । হায় ! স্নান রূপরাশি, উপবাস, অনাহার সাত্ৰিজাগবণে । প্রেম কি এমনি তুচ্ছ, ঘৃণ্য, অপদার্থ নশ্বর সংসারে ?