পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8ं नॄंश्च । । রাজ । সন্ন্যাসিনী । ' २> তা’ হ’লে মরিবে মীরা । ভেঙ্গে গেলে আলম্বন-দণ্ড, ধূলায় লুটায় লতা। হায় ! এ ধ্যান দিও না ভাঙ্গি । অবলা রমণী, চাহিতে পারি না উচ্চে। ত্রি মূৰ্ত্তিতে চিরদিন করিতেছি পূজা ( তোমাদের ), পিতা, পতি, পুত্ররূপে। অঙ্গহীন, বিকলাঙ্গ হোক, সেও ভাল। " পারিব না স্থাপিবারে শূন্তে ভালবাসা। দিও না ভাঙ্গিয়া এই মূৰ্ত্তি—এই মূৰ্ত্তি ঈদয়ের অধিপতি মম। পিতা, পতি, পুত্র, ভ্রাতা, সবই একাধারে । ( প্রস্থান । ) কি श्नबे মোহান্ধতা ! ভেঙ্গে দিলে বাধ, ছোটে যথা বরিষার কূলবিপ্লাবিনী তরঙ্গিণী, ভাসাইয়া তট-তরু, তরঙ্গ-তাড়নে। ( নেপথ্যে গীত । ) অবোধ, বোঝে ন সে ত, দিতে আসে ভালবাসা । এ যে বন বিহঙ্গিনী, কেমনে রহিবে পোষ ।