বিষয়বস্তুতে চলুন

পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ সন্ন্যাসিনী । [ ১ম অঙ্ক ; পরিচারিক। ও মা কি হবে! সেই তেমন হার ! কি পোড়া কপাল, পেলে কোন ভাগিাধরী। (গালে হাত দিয়া একদৃষ্টি মুখ নিরীক্ষ৭) রাজমাতা । ভাল দেছ দেছ, আর কি ভাণ্ডারে নাই ? মীল । শূন্ত কি মা রাজকোষ, শূন্ত রত্নাগার ? কেন বাছা বাধনি কবরী, রূক্ষ্ম কেশভার ; গন্ধ-তৈল, তাও কি নাহিক ঘরে ? জননি, অভাব নাই ভাণ্ডারে তোমার ; পরিপূর্ণ রত্নরাজি দ্রব্য ধন জন, জানি না কেনই হয় না বাসনা পরিবারে আভরণ বাস, তাই ত পরি না মাতা, কি হইবে বৃথা অঙ্গরাগে চিত্রিত করিয়া অঙ্গ ? চিত্ৰপুত্তলিকা সম সাজিয়া থাকিতে আপনিই লজ্জা হয় ;– মাটার এ দেহ কখন মিশায়ে যাবে মাটীতে কে জানে, তবে কি হবে জননি, বৃথা কাজে নষ্ট ক’রে সময় রতন ! পরিচারিক। কপালে না থাকলে হয় না, ওমা এক গা গয়না !