পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ भूश्च । । সন্ন্যাসিনী । २१ রাজমাতা । বুঝিয়াছি ; থাক বাছা, 3. বলোনাক আর, আর আমি শুনিতে পারিনে, হায় একি অলক্ষণ, হায় একি অলক্ষণ ? ক্টর মাতা আমি জ্ঞানহীনা নারী, ংসারের কিছুই বুঝিনে, নাহি বুঝি মানবের মন ; কি বলিতে কি বলেছি, পেয়েছেন ব্যথা, ক্ষম দোষ, কর মা মার্জন । রাজমাতা। ছাড় যদি স্বেচ্ছাচার। বাছা, শুনিবারে পাই, দিনরাত কর পূজা, কার পূজা বল দেখি মোরে ? মীরা । জগন্নাথ যিনি । পরিচারিকা। ওগো সে একটা বিষ্ণুমূৰ্ত্তি। o তাতেই যত ছেদ্ধা ভক্তি ! রাজমাতা। সেকি ইষ্টতfগ ! - আমাদের কুলের দেবতা, মুক্তকেশী কুত্যায়নী, তাহারে কর না পূজা, কে দিল দুবুদ্ধি হেন, কে ইহার গুরু ?