পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ध्भ मूथ् । । সন্ন্যাসিনী । 《) নেপথ্যে গীত। ' ট্র চলে যায় যায় মলিন মুখে ;– কেন গে। ফিরালে তাবে কিসের দুখে। *বিষাদ আঁধার ভার, ছাইল মুখানি তার, বিমল প্রেমের আলো থাকিতে বুকে। কেন গো ফিরালে তারে কিসের দুখে । কুসুমে পাষাণ যেন, দেখি নিরদয় হেন, তবে সকরুণ অপি কেন, কি লাগি মুখে । কেন গে। ফিরালে তারে কিসের দুখে । মীরা। সোণার পিঞ্জরে থাকি, কখন মুদিব আঁপি, না ভ্ৰমিসু তত্ত্ব-তরু-ডালে ; খুটি নাট মিছে খেলা, কাটিছে জীবন-বেলা, রাজ্যমুখ মেঘের আড়ালে। কেবা পিতা ভ্রাতা পতি, ক্ষণিক স্বপন সাণী, লুকাইবে নিশি অবসানে ; মিছা ভ্ৰমে বদ্ধ হ’য়ে, কেন বোঝা মরি ব’য়ে, নাহি শান্তি স্বর্ণসিংহাসনে। ( প্রস্তান। )