পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 ১ম । ২য়া । ১ম । २झौ । δΣΙΙ রাণা। সুলতান । রাণা} সন্ন্যাসিনী । ২য় অঙ্ক , এখন, মালাগুলো হয়ে গেলে বাচি। আহা মুখে নেই তবে ? কেন মরে নি ত রাণী। তীর্থে গেলে আসে নাকি ফিরে ? আসি বোন ছেলে রেখে আসি। যাই আমি দুটি ফুল আনি তুলে। ( উভয়ের প্রস্থান । ) দ্বিতীয় অঙ্ক । চতুর্থ দৃষ্ঠ । চিতোর রাজপ্রসাদ ; কক্ষ । ( সুলতান ঘোর রাণা কুস্ত ও শক্তসিংহ । ) যাও সেনাপতি ! সসৈন্তেতে পশ্চাতে পশ্চাতে— রেখে এসে দিল্লীশ্বরে আপন রাজ্যেতে, যেন পথে নাহি পান কোনরূপ ক্লেশ । কেন এই তীব্র পরিহার্স! পরিহাস পরিহাস নাহি জানে রাজপুতে,