পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bア সন্ন্যাসিনী । ৩য় অঙ্ক : হায় ! আসিয়াছি নির্জনেতে বিশ্রামের আশে, সিঞ্চিবারে শান্তিবারি অবসন্ন প্রাণে, কিন্তু ঘোর আত্মপ্রতারণা, সত্যই কি করিতেছি শান্তিভোগ আমি ? এয় চেয়ে কার্য্যে লিপ্ত থাকা, সে বরং ছিল ভাল ; ছিলাম ভুলিয়ে। এই শান্ত নিরজনে মনোরম স্থানে, হৃদয় ব্যাকুল আরো পাইতে তাহায় ! মনে হইতেছে, সমগ্র ধরণী খুঁজে ধরে আনি গিয়ে। কেন ? রমণীর মুখপদ্ম বিনা কোথাও কি পূর্ণ নহে শোভার ভাণ্ডার কেন এই পরাণের অদম্য আবেগ ? সে ত ছিল চিরদিন উদাসী প্রণয়ে, কখন ত দেয় নাই প্রতিদান, কখন বোঝেনি মন, দেখেনিক চেয়ে এই ফুয়ের পানে, আছিল ভাবুক, কিন্তুষ্ঠঞ্জ নাই কতু, ছিল মগ্ন আত্মহারা ভোর আপনাতে,