এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( R সন্ন্যাসিনী । ৩য় অঙ্ক , বহে যায় ধীরে ধীরে • নিধু কুঞ্জবন পাছে। সেথা কি কদম্ব মূলে, শিখিনী নাচিয়া বুলে, মথুরাবাসী কি সেথা শ্ৰাম নামে মরে বাচে | (কয়েক জন ভিক্ষুক বালকের প্রবেশ ) ১ম বালক। র্কাহ চলিয়ে মায়ী ? তেরা ভক্তি মিলে মায়ী । (করতালি দিয়া নৃত্য করিতে করিতে গীত। ) "আরে রাধ কুণ্ডু খাম কুণ্ডু গিরি গোবৰ্দ্ধন । , আরে মধুর মধুর বংশী বাজে, এই ত বৃন্দাবন।” "হরিবোল গাটরি খোল, হরিবোল গাটরি খোল, হরিবোল গাটরি খোল,” মীরা। তোমরা কি চাও বাছ ? বালকগণ । বড়ি ভূখ লাগে মায়ী, পয়সা মিলে মায়ী । (সখিগণ কর্তৃক আহারীয় ও অর্থ প্রদান । ) (নাচিতে নাচিতে বালকগণের প্রস্থান।)