পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२भ मूश्च । ] সন্ন্যাসিনী । や> হয়। ঠিক বলেছিস্ ভাই, তা রাত হল, চল্ ঘরে যাই’। গীত। উভয়ে । ভুলতে নারি কুঞ্জবনের সেই মধুর হাসি, আরো কাল হয়েছে ও তার কুলনাশ বাণী । (প্রস্থান । ) চতুর্থ অঙ্ক। প্রথম দৃপ্ত। (চিতোর রাজ-অন্তঃপুরস্থ কক্ষ।) (তাপ আসীনা।) শ্রুতি। হায়! আমি অভাগিনী, করিতেছি কলঙ্কিত স্বামীর আবাস। হায়! প্ৰভু কেন না বুঝিলে, কেন গো আনিলে এই প্রাণশূন্ত মৃতদেহ, や