পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

合や সন্ন্যাসিনী । [ 8र्थ अक्र : ওই গো মন্দির তার, প্রাণময়ী প্রতিমার, না না- এই হৃদয়-নিলয়ে। করি ধ্যানে নিরীক্ষণ, সেই পুত চন্দ্ৰানন, দিবানিশি জাগিছে হৃদয়ে। অবিরল জলপাতে, নিদ্রা নাই আঁখিপাতে, স্বপনেও ঘটে না মিলন। কল্পনায় ধ্যান করি, রহিয়াছি প্রাণ ধরি, নিরখিয়ে সেই চন্দ্রীনন। শূন্তে গঠি প্ৰাণেশ্বরী, শূন্তে আলাপন করি, ভাবি যেন রয়েছেন পাশে। আলিঙ্গিতে কণ্ঠ তার, করি বাহু সুবিস্তার, মাঝখানে শূন্ত উপহাসে । কঠিন হৰ্ম্ম্যের বুকে, হৃদি চাপি মগ্ন সুখে, ভাবি যেন হৃদিখানি তার । নিষ্ঠুর চেতন আসি, হ’রে লয় সুখরাশি, দীর্ঘশ্বাস করে হাহাকার! হায়! এই বাসনার রাশি, হইয়া জোছনা হাসি, পড়ে যদি দেহেতে তাহার। যেথা সে সঙ্গিনী সাথে, শুভ্ৰ পূর্ণিমার রাতে, গাহিছে মুখের গীত তার ।