এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
b”o সন্ন্যাসিনী । ৪র্থ অঙ্ক : যাতন যে দিবে। கே স্বপনেও না জানি, তা হলে তা হ’লে সথা রহিতাম এক গে', জ্বলিত না প্রাণে ঘোর এ ভীষণ শিখা গে। ( নেপথো ভালবালিকা । ) সোহিয়া । “কি করিলে হযি মন এ.কারে ভাল বাসিলে !" এতি। যাই দেখি, কে গাহিছে ওই গান ; যেন কেহ গাহিতেছে উপবন মাঝে। (প্রস্থান ও কিয়ংক্ষণ পরে সোহিয়ার সহিত প্ৰবেশ।) এতি। এ গান কোথায় পেলে তুমি ভালবালা ? সোহিয়া। গেয়ে যায় কত লোক শিখেছি গুনিয়া । শ্রুতি। যে গান গাহিতেছিলে–গাও দেখি শুনি, সোহিয়া। কি হবে তোমার কাছে গেয়ে ? যদি পার লয়ে যেতে রাণীর কাছেতে, তবে গাই সেইখানে, ভিক্ষা মিলে কিছু। শ্রুতি। ভাল দেওয়া যাবে ভিক্ষা, গাও তুমি আগে, আমিই মহিষী ৷ সোহিয়া। করিতেছ প্রতারণা, ভৗলবালা পেয়ে ? রাণী তুমি ? শুনি তবে কি নাম তোমার! শ্রতি। নাম শুনে কি করে বুঝিবে, মোর নাম নহে পরিচিত,