এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৮২ শ্রুতি। সোহিয়া । শ্রুতি। সেহিয়া । সন্ন্য সনী | [ 8ं चश्ह : দহিবে অনন্ত কাল, সজনি রে তাজানি। সদা হৃদে জাগ স্মৃতি, ফুরাবে না দুখগীতি, হায়! কে হবে ব্যথার ব্যর্থী, যে হবে, সে যে পাষণী! কে শিখালে এই গান ? কি হবে শুনিয়া ? আছে প্রয়োজন মোর। শিখিয়াছি যার কাছে, আসি পুছি তারই জন্তে হেথা, চপলতা মাপ কর দেবি ! শিখেছি যাহার কাছে এই গান, - অভাগ্য যুদ্ধারে সেই কখন কি দেখেছিলে তুমি ? বলেছে সে বলিতে তোমারে, "ভুলেছে সংসার যারে রাজ্যধন সবছেড়ে, হয়েছে যে গিরিদুর্গবাসী। মগ্ন যে তোমার ধ্যানে, তারে কি রেখেছ মনে, শ্রীতি । ইহা শুধু শুনিতে প্রয়াসী।” আছে কিছু বলিবার তারে ? আছে ; বলিও তাহারে,— আমি এবে চিতোরের রাণী, রাজার মহিষী ; পারি না তাহার উজ্জ্বল মুকুটে