পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8 সন্ন্যাসিনী | [ 8र्थ अत्र : যে কুসুম-হৃদি হ’তে रंप्र রক্ত খরস্রোতে পাষাণী পাষায় প্রাণে হেরিলি তা অকাতরে! শ্রুতি। আজি হতে আঁখি আর, ফেলিবে না অশ্রধর, পড়িবে না একটিও প্রদীপ্ত নিশ্বাস। , বিধির মানস পূর্ণ । এইরূপে যদি হ’ল, যাক ভস্ম হয়ে যাক প্রেমের নিবাস! । নিষ্ঠুরতা, কঠিনতা, বিবেক, বিস্কৃতি কোথা, এস হেথা চিরতিথ্য কর চিরদিন। একেবারে মরুময়, করে দাও এ হৃদয়, বাসন কামনাহীন নীরস কঠিন। দগ্ধ বিটপের মত, শূন্যে শাখা প্রসারিয়া, র’ক্‌ প্রাণ শূন্ত আলিঙ্গিয়া। ধরণীর মুখ দুখ, লুটাক ধরণীতলে, পদতলে কাদুকু পড়িয়া! (প্রস্থান । )