পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-b" ২য় স্ত্রী। পুরুষগণ । ১ম পু। ו: רצ २ङ्ग ठुौ । ১ম স্ত্রী। সন্ন্যাসিনী । [ 8र्श अझ ; তাই ত! আছে কিছু অবিপ্তি ভিতরে! থাক্, থাৰু, চল চল্ কাজ নাই আর, আদার ব্যাপারীর জাহাজের খবরের ' নেই আবশ্যক। (পুরুষগণের প্রস্থান।) ই ভাই ! তা রাজা কেন এত দিন আছেন সেখানে ? ভিতরে বা আছে কিছু। তোর এক কা তা কি রাজা রাজড়ায় একঠাই থাকবেক্‌ বসে ? দেখি নি ? ভুলে গেলি না কি, বড় রাণী চলে গেলে পরে, কত দিন রাজ্য ছেড়ে গেছলেন চ’লে। এও হয় ত গিয়েছেন মায়ের শোকেতে, বুড়োরাণী গিয়েছেন তীর্থবাসে কি না ? ই তা হ’তে পারে, তা নাতী বুঝি সঙ্গে গেছে আয়ীকে রাখতে! ২য় স্ত্রী। • তা কে জানে কোথা গেছে ? চল চল বেলা হ’ল, ঘরে ঢের কাজ প’ড়ে আছে। (প্রস্থান।) -