পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ। বিদ্যাসুন্দর তোমরা অবশ্যই ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের নাম শুনিয়াছ। ভারতচন্দ্র পলাশীর যুদ্ধের ৫ বৎসর পূর্বে ১- ২ সনে বিদ্যাসুন্দর রচনা করিয়াছিলেন। দেড়শ বছরের অধিক হইয়। গিয়াছে,—এই পুস্তক লেখা হয়, কিন্তু এই বিদ্যাসুন্দরই একমাত্র বিদ্যাসুন্দর নহে। ইহার পূৰ্ব্বে কুমার ইট নিবাসী রামপ্রসাদ সেন, যার মালশী গান তোমরা হয়ত শুনিয়াছ, তিনি একখানি বিদ্যামুন্দর রচনা করেন, কিন্তু ইহারও পূর্বের বিদ্যাসুন্দর পাওয়া গিয়াছে। কলিকাতার নিকটস্থ নিমত৷ গ্রামবাসী কৃষ্ণরাম নামক এক কবি ইং ১৬৮০ সনে একখানি বিদ্যাসুন্দর রচনা করেন, কিন্তু ইহারও ১০ • বৎসর পূৰ্ব্বে ময়মনসিংহের কঙ্ক কবি আর একখানি বিদ্যাসুন্দর রচনা করিয়াছিলেন। কঙ্ক চৈতষ্ঠদেবের সময় জীবিত ছিলেন। মুতরাং কক্ষ কবি, কৃষ্ণরাম, রামপ্রসাদ, ভারতচন্দ্র -ইহঁার ক্রমান্বয়ে বিস্তাম্বন্দর