পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brひ বিদ্যাসুন্দর বকুনি দিতে লাগিলেন, — এবং কোটাল নানারূপ চেষ্টা করিয়া সুন্দরকে ধরিয়া ফেলিল । রাজা দক্ষিণ মশানে তাহার মাথা কাটিতে আদেশ করিলেন, কিন্তু সুন্দর কালীর স্তব পড়িয়া এই বিপদে জগন্মাতার সাহায্য চাহিলেন । তখন কালী ভূত প্রেত পাঠাইয়া রাজসৈন্ত্যের মধ্যে মহামারি উপস্থিত করিলেন এবং রাজাও স্বপ্লাদেশ পাইলেন । ইহার মধ্যে গঙ্গা ভাট আসিয়া সুন্দরের পরিচয় দিল, তিনি কাঞ্চীপুরের রাজা গুণবন্ধুর পুত্র। তখন বীরসিংহ বিদ্যার সঙ্গে সুন্দরের প্রকাশু ভাবে বিবাহ দেওয়াইলেন ।