পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য У о о “যে যে মাসের যে যে রাশি । তার সপ্তমে থাকে শশী ॥ সেই দিন যদি হয় পৌর্ণমাসী । অবশ্ব রাহু গ্রাসে শশী।” খণ। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা বৃশ্চিক, ধন্থ, মকর, কুম্ভ ও মীন—এই বারটি রাশি, তোমরা শিখিয়া রাখ। ১২টি মাস এই ১২ রাশির অধীনে । মেষের হইল বৈশাখ, বৃষের জ্যৈষ্ঠ, মিথুনের আষাঢ়— এই পৰ্য্যায়ে কোন মাসের কোন রাশি তাহা বুঝিবে। এখন ধর, এটা আশ্বিন মাস, পূর্বের ভাবে হিসাব করিয়া দেখিতে পাইবে, আশ্বিন মাসটি কন্যা রাশির । এই বৎসরের পঞ্জিকায় আশ্বিন মাসের দিনগুলি দেখিয়া যাও। কোন দিন চন্দ্র কোথায় থাকেন তাহ প্রত্যেক তারিখের পাশে লেখা আছে। এখন পূর্ণিমা কোন দিন তাহ খুজিয়া বাহির কর, সেই পূর্ণিমার চন্দ্র । যদি কস্তা রাশি হইতে গণিয়া সপ্তম স্থানে পাও, তবে সে দিন অবশ্ব চন্দ্রগ্রহণ হইবে । এত সংক্ষেপে এত বিশুদ্ধভাবে বোধ হয় এ পর্য্যস্ত আর কোন দেশের পণ্ডিত চাষাকে চন্দ্র-গ্রহণ বুঝাইতে পারেন নাই।