পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XXX অনুবাদের যুগ অধীন হয়। ভারতচন্দ্র অন্নদামঙ্গল ছাড়া রসমঞ্জরী ও চণ্ডী-নাটক নামে আর দুইখানি কাব্য রচনা করেন। ভারতচন্দ্র ইং ১৭১২ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৭৬ খৃঃ মৃত্যুমুখে পতিত হন। সংস্কৃতের প্রভাব ইহার রচনার মধ্যে কতটা পড়িয়াছিল তাহা নিম্নলিখিত কবিতাটি পড়িলে বোঝা যাইবে । “মহারুদ্র রূপে মহাদেব সাজে । ভভস্তম ভভস্তম শিঙ্গা ঘোর সাজে ॥ লটাপট জটাজুট সংঘট্ট গঙ্গা । ছলচ্ছল টলট্টল কলকল তরঙ্গা ॥ ফণাফণ ফণাফণ ফণীফন্নগাজে । দিনেশ প্রতাপে নিশানাথ সাজে ।” এই কবিতায় অনেকগুলি সংস্কৃত শব্দ আছে,— কিন্তু আবার অনেকগুলি এমন শব্দও আছে যাহা সংস্কৃতও নহে বাঙ্গলাও নহে-সেগুলি ধৰাত্মক” শব্দ, ” যেমন ক্ষণ ফলাফল ইত্যাদি, শিঙ্গাতে যেরূপ আওয়া হয় তাহারই ধ্বনি নকল করিয়া "ভভস্তম” শব্দের স্বষ্টি হইয়াছে। ভারত্তচন্দ্র এইরূপ *ধশ্বাত্মক” শব্দ অনেৰু ব্যবহার করিয়াছেন। এই কবিতার উপর সংস্কৃতের