পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য R অভিধানের বিদ্যা না থাকিত, র্তাহারা সেই লেখার অর্থ বুঝিতে পারিতেন না। এই লক্ষ্মণসেনের প্রিয় কবি ছিলেন জয়দেব ; তিনিও সংস্কৃতে লিখিতেন, কিন্তু সে ংস্কৃত ছিল সহজ ও মধুর, তাহার গীত-গোবিন্দের নাম কি তোমরা শোন নাই ? এই পুস্তকে রাধাকৃষ্ণের নানা লীলার কথা আছে । বৈষ্ণবের এই বইখানি তাদের ধৰ্ম্ম-পুস্তক বলিয়া মনে করিয়া থাকেন। গীতগোবিন্দের সংস্কৃত এত সহজ যে তাহার কথা এক এক সময় বাঙ্গালার মত শোনায় ! “চল সখি কুঞ্জং” এই কথায় "কুঞ্জং” শব্দটির স্থানে যদি “কুঞ্জে” লেখ, তবেই ত খাটি বাঙ্গালা হইল। লক্ষ্মণসেন কখন রাজত্ব করিতেছিলেন, তাহা জান ? এখন ইংরেজী ১৯২২ সন। লক্ষ্মণসেন রাজা হইয়াছিলেন ইংরেজী ১১৬৯ সনে। সুতরাং ৭৫৩ বৎসর পূৰ্ব্বে লক্ষ্মণসেন বাঙ্গাল দেশের রাজা হন। এই সময় ভারতবর্ষের উত্তরদিকটা, যাহাকে ‘আৰ্য্যাবৰ্ত্ত’ বলা যায়, তাহার প্রায় সমস্তটা মুসলমানেরা আসিয়া দখল করিয়া লইয়াছিলেন । লক্ষ্মণসেনের দাড়ি গোপ সমস্ত যখন পাকিয়া সাদা ধবধবে হইয়া গিয়াছিল—সেই সময় বক্তিয়ার খিলিজি