পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য 〉ネo এক পদে ফণী, একে কনক নৃপুর। শঙ্খচক্র করে শোভে, ত্রিশূল, ডমুর। একভিতে লক্ষী, একভিতে দুর্গ সাজে । কাশীদাস কহে দুষ্ঠার চরণ সরোজে ।” কিন্তু বাজারে ষে সকল মহাভারত “কাশীদাসী” মহাভারত বলিয়া পরিচিত, তাহার সমস্তষ্টা কাশীদাসের রচনা নহে। আদি, সভা, বন ও বিরাট পর্বের্বর কতকগ্র লিখিয়া কাশীদাস প্রাণত্যাগ করেন, তাহার ভ্রাতুম্পুত্র নন্দরাম দাস আর বাকী খানি রচনা করেন। নন্দরামদাসের রচনার আবার প্রায় পোনের আনাই চুরি, পূর্ববর্তী মহাভারতের লেখক নিত্যানন্দ ঘোষের রচনার সামাঙ্ক পরিবর্তন করিয়া নিজ নামের ভনিতা দিয়া নন্দরাম দাস তাহার খুড়া কাশীদাসের মহাভারতের সঙ্গে জুড়িয়া দিয়াছেন। এখন আবার বটতলার ছাপা পুস্তকে নন্দরামের ভণিতা বাদ পড়িয়াছে এবং সমস্ত মহাভারতখানিই কাশীদাসের নামে চলিয়া আলিয়াছে। কাশীদাস বর্তমান জেলায় সিঙ্গিগ্রামে জন্মগ্রহণ করেন, তিনি মেদিনীপুরে এক পাঠশালায় পণ্ডিত ছিলেন।