পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩ অনুবাদের যুগ পাদপদ্মের প্রভা দেখাইত। এই পুস্তক ছুইখানিতে বাঙ্গালার কুঁড়ে-ঘরে,উননের পাশে,টেকিশালায়,গোয়াল স্বরে লক্ষ্মীদেবীর পায়ের ছাপ দেখাইয়া দিয়াছিল। ঝিমুকের মধ্যে মুক্তার স্তায় ইহাদের প্রভাবে হিন্দুর মেয়ের দরিদ্র কুঁড়েঘরে অমূল্য গুণরাশি বহন করিত। রামায়ণ ও মহাভারত বাঙ্গালায় এক উচ্চভাবের রাজধানীর সৃষ্টি করিয়াছিল, বাঙ্গালার নর-নারী এই রাজধানীর প্রজা হইয়াছিল। কাশীদাস ৩৫০ বৎসর পূর্বে এবং কৃত্তিবাস ৫•• বৎসর পূর্বে জীবিত ছিলেন । এই দুইজন কৰি বাঙ্গালী-জীবন-গঠন করিতে যতটা সাহায্য করিয়াছেন, . এতটা আর কেছ করিয়াছেন কিনা সন্দেহ । নিয়ে কৃত্তিবাসের কবিতার খানিকটা তুলিয়া দেওয়া इझेल ৰালির মৃত্যুকালে উক্তি। “ভূমে পড়ি বালি রাজা করে ছট্‌ফট্‌। খাইয়া গেলেন রাম তাহার নিকট ॥ মৃগ মারি ব্যাধ যেন ধাইল উদ্দেশে। । খাইয়া গেলেম রাম সে বালির পাশে ।