পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ծՀ8 রক্তনেত্রে শ্রীরামের পানে চাহে বালি । দম্ভ কড়মড় করে দেয় গালাগালি। নিষেধিলা তারা মোরে বিবিধ বিধানে । করিলাম বিশ্বাস চণ্ডালে সাধু জ্ঞানে। রাজকুলে জন্সিয়াছ নাহি ধৰ্ম্ম জ্ঞান । আমারে মারিলা রাম এ কোন বিধান ॥ সজারু, গণ্ডার, কুৰ্ম্ম, গোধিক, শল্পক । ভক্ষনীয় জন্তু পঞ্চ এই পঞ্চনখী ॥ তার মধ্যে কেহ নহি শুন রঘুবীর । আমার শোণিত মাংস ভক্ষ্যের বাহির । আমার চৰ্ম্মেতে নাহি হইবে আসন। মৃগ নহি শাখা মৃগে কোন প্রয়োজন ॥ নির্দোষ বানর আমি মরি কোন কাৰ্য্যে। এই হেতু অধিকার না পাইলা রাজ্যে । কোন দেশ লুটাইয়া দিলাম কারে ক্লেশ।। কোন দোষে করিলা আমার আস্থং শেষ ॥ । আর বংশে জন্ম নহে জন্ম রঘুবংশে। । ধাৰ্ম্মিক বলিয়া তোমা সকলে প্ৰশংসে ॥