পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ই ১৬ পদ্মাবৎ নামক যে কাব্য রচনা করেন, তাহ সংস্কৃতের মতই কঠিন। সে ভাষা ষে সে বুঝিতে পারিবেন না । প্রায় ২০ • বৎসর পূৰ্ব্বে ভারতচন্দ্র সংস্কৃত ছন্দ ও সংস্কৃত শব্দ গড়িয়া পিটিয়া তাহ দিয়া বাঙ্গালী ভাষার উপযোগী গহনা তৈরী করিয়াছিলেন । বাঙ্গালাভাষা এখন আর পাড়াগেয়ে সাদাসিধা সাড়ী ও বাউটি পরা নোলক নাকে মল পায়ে মেয়ে নহে। ভারতচন্দ্রের যুগে বঙ্গভাষা বিচিত্ৰ অলঙ্কার পর, হার কেউর মুকুট পর রাজরাজেশ্বরী।