পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YRS আদি ও ব্রাহ্মণ্য-যুগ এদিকে ব্রাহ্মণগণ ধৰ্ম্মের জন্য—ভক্তির জন্য যে সকল ত্যাগ স্বীকার দেখাইলেন, তাহাতে সমাজ তাহাদিগকে মাথায় করিয়া লইল । কৃত্তিবাসের অসামান্ত পাণ্ডিত্য-দর্শনে যখন গৌড়েশ্বর তাহাকে বহু অর্থ দিতে চাহিলেন, তখন ব্রাহ্মণভেজ সম্পন্ন তরুণ যুবক মাথা উঠাইয়৷ গৌরবে রাজা গণেশকে শুনাইয়া দিয়াছিলেন —— “কারু কিছু নাহি লই গৌরবমাত্র সার ।” পঞ্চ গোঁড়াধিপতি মহামহিমান্বিত বঙ্গাধিপের মুখের উপর যিনি র্তাহার দান লইবেন না, একথা বলিতে পারেন—তাহার বুকের পাট কত বড় ! এখন কয়জন ব্রাহ্মণ এইরূপ গৰ্ব্ব করিতে পারেন ? তখন বঙ্গদেশের অলি-গলিতে এইরূপ ভেজস্বী ব্রাহ্মণ অনেক ছিলেন । এইজন্ত দরিদ্র ব্রাহ্মণগণের পায়ে রাজরাজেশ্বরগণ মাথা নোওয়াইয়া প্রণাম করিয়াছেন। মুসলমান সম্রাট রাজ্য-শাসন ও কর আদায় করিতেন। কিন্তু সমাজ ব্রাহ্মণকেই তাহাদের প্রকৃত রাজা বলিয়া স্বীকার করিয়াছিলেন। এইজস্ত রাজবাড়ীর মণি-মুক্তাময় চুড়ার দিকে তাহারা ফিরিয়া চাইতেন না ; ব্রাহ্মণের 2