পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ురిపి “শুনহে মানুষ ভাই সবার উপরে মানুষ বড় তাহার উপরে নাই ।” আদিযুগে মানুষ স্বীয় চরিত্রের বলে দাড়াইয়াছে। জ্ঞানের চূড়ান্ত অর্থাৎ মহাজ্ঞান লাভ করিলে মামুষের অসাধ্য কিছুই থাকে না, এই ছিল ধারণা। ইন্দ্রিয়-সংযম ও তপস্যা করিয়া “মহাজ্ঞান” পাইতে হইত। মহাজ্ঞান লাভ করিলে দেবতারা মানুষের গোলাম হইয়া যাইতেন । বৌদ্ধর ঈশ্বর মানিতেন না, দেবতাদিগকে জ্ঞানীর অপেক্ষ ছোট কল্পনা করিতেন, এই জম্বা শেষে তাহারা নাস্তিক বলিয়া গণ্য হইয়াছিলেন। আদিযুগের সাহিত্যে সৰ্ব্বত্র ইন্দ্রিয় দমন দেখা যায় গোরক্ষ যোগী, লাউসেন, গোপীচন্দ্র প্রভৃতি ব্যক্তিগণ স্ত্রীলোকের রূপ-মোহে পড়েন নাই । র্তাহাদিগকে কত রূপসীরা প্রলোভন দেখাইয়াছেন, কিন্তু তাহারা বিচলিত হন নাই। কৰ্ম্মই ছিল তাহcनद्र बक्रांठ्, ७झे कर्म बॉब्रांझे ऊँांशंद्र! विश्वविछन्नैौ হইয়াছিলেন। আদিযুগের সাহিত্যে বড় বড় অক্ষরে কৰ্ম্মের ও জ্ঞানের শ্রেষ্ঠত্বের কথা লিখিত আছে।