পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল সাহিত্য ン○ご শ্রেষ্ঠত্ব দেখাইয়। আমাদের সমাজের আদর্শ হইলেন। কৰ্ম্ম বড় কিংবা ভক্তি বড়, তাহ আমি জানি না । সাহিত্য মনুষ্য-সমাজের দিগদর্শন যন্ত্র । মানুষের মন একদিকে যাইয়া ঘড়ির দোলন-দণ্ডের মত আবার ঠিক উণ্টাদিকে ছুটিয়া যায়, – আদিযুগের সাহিত্য জ্ঞান ও কৰ্ম্ম লইয়া ব্যস্ত, ব্রাহ্মণ্য-প্রধান যুগে জ্ঞান ও কৰ্ম্ম ছাড়িয়া মানুষেয় শুষ্কমন ভক্তি ও প্রেমের তত্ত্ব আলোচনা করিতেছিল । আদিযুগে গৌড় ভারতবর্ষের অন্যতম প্রধান রাজধানী ছিল,—সমস্ত ভারতবর্ষ গৌড়ের আমোদপ্রমোদ ও সাহিত্যের সাড়া দিয়া উঠিত। জয়দেবের গীতগোবিন্দ যেরূপ ভারতের সর্বত্র গীত হইত, সেইরূপ বাঙ্গলার গোপীচন্দ্রের গান ও মনসাদেবীর ভাসান ভারতবর্ষের বহুস্থানে গীত হইত। এখনও পুণায় বঙ্গের রাজা গোবিন্দ্রচন্দ্রের গল্প লইয়া নাটক অভিনীত হয়, কাব্য রচিত হয় এবং উক্ত রাজার ছবি বাজারে বিক্রীত হয়। মনসাদেবীর ভাসানগান, বঙ্গের চাদ-সদাগর ও লখীন্দরের কথা