পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ჯS,ჯ) মসলিনের পৃথিবীময় কারবার করিত, সেই সঙ্গে ঐ সকল গল্পেরও আমদানী রপ্তানি হইত, তাহারা বানিজ্য করিতে যাইয়া দেশের গল্প। দেশের আমোদ প্রমোদের কথা যেরূপ বিদেশে ছড়াইয়া আসিত, বিদেশী গল্প ও রূপকথাও তেমনই কিছু লইয়া আসিত। কিন্তু আমার বিশ্বাস তাহার বেশীর ভাগই দিয়া অাসিত । কারণ বাঙ্গালীর মত সূক্ষম কারিগরী, কল্পনার সূক্ষম বুননি, যাহার বাহাদুরী মসলিনের সূতার চাইতে হীন নহে, তাহা আর কোন জাতি দেখাইতে পারিয়াছে ? মালঞ্চমালার গল্পের স্থায় রূপকথা আর কোন জাতি বলিতে পারিয়াছে ? কিন্তু যেদিন বাজলা পরাধীনভার বেড়ী পায়ে পড়িল, সেই দিন হইত্তে বিদেশে আনাগোনা বন্ধ হইয়া গেল, সমুদ্ৰ-যাত্রা নিষিদ্ধ হইয়া গেল। বাঙ্গালী পরদেশে যাওয়ার উচ্চ আশা ছাড়িয়া দিয়া নিজের ঘর সামলাইতে লাগিয়া গেল । সংস্কৃত-প্রধান সাহিত্য অনুবাদ লইয়াই প্রধানতঃ ব্যস্ত থাকিলেও সেই অনুবাদ উপলক্ষ করিয়া নিজদেশের কথাই শুনাইতে লাগিলেন। বাঙ্গালী মুখস্থ: