পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ン ○ぬ আদি ও ব্রাহ্মণ্য-যুগ তাহ। রামায়ণকে একেবারে বাঙ্গলার ঘরের জিনিষ করিয়া ফেলিয়াছে —উহাতে বাঙ্গালী বিবাহ-পদ্ধতি, পাঠশালার রীতি,সামাজিক আচার-ব্যবহার সমস্ত ঢুকিয়া পুস্তকখানি বাঙ্গালী জীবনের একখানি চিত্র-পটের মত তৈরী করিয়াছে । বাঙ্গালীর মহাভারতেও শ্রীবৎসচিন্তা প্রভৃতি নানা গল্পগুজব চুকিয়াছে। বাঙ্গালী অন্য ভাষার ভাণ্ডার হইতে বুঝিয়া শুঝিয়া ধনরত্ন আনিয়াছে, যাহা ব্যবহার করিতে পারিবে—তাতাই আনিয়াছে,তদতিরিক্ত কিছু আনে নাই,যাহা আনিয়াছে তাহা নিজের মতন করিয়৷ গড়িয়া পিটিয়া লইয়াছে – এইখানেই বাঙ্গালীর বাহাদুরী। ব্রাহ্মণ-প্রধান যুগে ভক্তি, প্রেম, নিষ্ঠার সাধন চলিল, কিন্তু সেই সঙ্গে জাতি-ভেদের অ্যাটা-অ্যাটি বিষম হুইল । ব্রাহ্মণের সমস্তশাস্ত্র নিজেরা দখল করিয়া লইলেন,—সাধারণ লোকের জ্ঞান লাভ করিতে হইলে ব্রাহ্মণের কাছে হাত পাতিয়া যাহা কিছু পাওয়ার পাইও, তাহাদের নিজেদের বিদ্যা পাঠশালার শুভঙ্করী ছাপাইয়া উঠিভে পারিত না । ব্রাহ্মণের নানারূপ মিথ্যা গল্প বলিয়া সাধারণ লোককে জুলাইয়া রাখিতেন,