পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য У 8 o বামুকী মাথা নাড়া দিলে ভূমিকম্প হয়, মাঘে মূল খাইলে পিতৃহত্যার পাতক হয়, এইরূপ যা তা পাঠ দিয়া সাধারণ লোকদের জ্ঞানের দরজায় ঢুকিতে বাধা দিতেন,—ব্রাহ্মণ শাসন বড়ই কঠিন হইয়া উঠিল, এদিকে তাথিকগণ মদ্য মাংস লইয়া নানারূপ জঘন্থ আচার করিতে লাগিলেন ।