পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)8లి চণ্ডীদাস সুপণ্ডিত ছিলেন, সুতরাং কৃষ্ণ-ধামালীর ভাবগুলিকে তিনি সংস্কৃতের সাহায্যে কতকটা পরিশুদ্ধ করিয়া লইয়াছিলেন। তিনি যৌবনে রামী নারী এক প্ৰবনীকে ভাল বাসিয়া ফেলেন বাশুলী নামী এক দেবীর মন্দিরের তিনি পুরোহিত ছিলেন। সেই দেবীর নিকট তিনি অনেক কান্নাকাটি করিয়া প্রার্থনা করেন বে এই হীন প্রেম হইতে দেবী যেন তাহাকে রক্ষা করেন। কিন্তু দেবীর স্বপ্নাদেশ হয়—“এই রামী ধুবুনীষ্ট তোমার গুরু" ইহাকে ভাল বাসিয়া তুমি যে তত্ত্ব শিখিবে, আমার মত শত শত দেবদেবী এমন কি হল বিষ্ণুও তোমাকে সেই তত্ব শিখাটতে পারিবেন না । চণ্ডীদাস এই প্রেমের জন্য সমাজে নিন্দিত হন, ७वर छाडि-हाड झ्झ्झा यान ।। 4कबाब डीशत्र कोन ब्राङ दङ्कत्र अश्रद्धार्थ ७दर अिशद्ध जोड नश्णब পীড়াপীড়িতে তিনি রামকে ছাড়িয়া কুলে উঠিতে চাহিয়াছিলেন। ব্রাহ্মণগণকে সেই উপলক্ষে নিমন্ত্ৰণ করিয়া খাওয়াইবেন,তাহাদিগকে পরিবেশন করিতে তিনি থালা হাতে লইয়া ভোজন স্থানে বাইতেছিলেন, এমন সময়