পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য እ® • এক এক ব্ৰহ্মার আয়ু কোটি কোটি মানুষের আয়ুর তুল্য, সেইরূপ কত কত ব্ৰহ্মার জন্ম ও লয় হইয়া গেল, কিন্তু হে দেব ! তোমার আদি-অন্ত নাই,জীব তোমাতেই জন্মিতেছে এবং তোমাতেই লয় পাইতেছে—ঢেউ যেন সাগরে জন্মিয়া সাগরেই মিশাইয়া যাইতেছে।” বিদ্যাপতির নামে যে দুইটি উৎকৃষ্ট কবিতা চলিতেছে তাহা সম্ভবতঃ বিদ্যাপতির রচিত নহে । তাহার একটি এই— “জনম অবধি হাম রূপ নেহারিকু নয়ন না তিরপিত ভেল। সোহি মধুর বোল শ্রবণ হি শুনিমু শ্রীতি পথ পরশ না গেল । ৰত মধু-যামিনী রভসে গোয়ায়িযু ন। বুঝিমু কৈছন কেল ! লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিন্থ তবু হিয়া জুড়ন না গেল।” আর একটি রাজা ঘাটে মৃদঙ্গ ও মন্দিরা বাদনের সঙ্গে বৈষ্ণব ভিখারীরা সৰ্ব্বত্র গাহিয়া থাকে। সেটি ७झे