পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t) বিদ্যাপতি “মরিব মরিব সখি নিশ্চয় মরিব কানু হেন গুণনিধি কারে দিয়া যাব।” ইত্যাদি । গঙ্গার তীরে বিদ্যাপতি ও চণ্ডীদাসের সাক্ষাৎকার হইয়াছিল। উভয়ে ভগবৎ প্রেম সম্বন্ধে অনেকক্ষণ আলোচনা করিয়াছিলেন । কথিত আছে চণ্ডীদাসের সঙ্গে দেখা সাক্ষাভের পর বিদ্যাপতির কবিতার মুর বদলাইয়া গিয়াছিল, এতদিন ইনি উপমা, শব্দের মাধুর্য্য ও বর্ণনা-কৌশল লইয়া ব্যস্ত ছিলেন চণ্ডীদাসের প্রভাবে তাহার রচনায় ভক্তির সুর জমিয়া গিয়াছিল। বিদ্যাপতির ভাব-সম্মিলনের পদগুলি ভক্তি প্রেমে মাখা । বিদ্যাপতি মিথিলার কবি হইলেও তাহার লেখাগুলি আমরা কতকটা বাঙ্গলা করিয়া লইয়াছি। এই আধ-বাঙ্গল, আধ-হিন্দী মূৰ্ত্তিতে, এই হর-গৌরী রূপে তিনি চিরকালই বাঙ্গালী কবিদের মধ্যে আসন পাইবেন । পদ-কল্পতরু প্রভৃতি সমস্ত পদ-সংগ্ৰহ পুস্তকে ইহাকে আমরা বাঙ্গালী কৰি বলিয়া গ্রহণ করিয়াছি ; এই পাঁচ শত বৎসর ইনি বাঙ্গলায় থাকিয়া জামাদের একজন হইয়া গিয়াছেন। স্বয়ং চৈতন্তদেব ।