পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য S(t8 তিন উপাদান মিশিয়া যেন চৈতন্যদেবের ভক্তিকে অসামান্যরূপে ঐসম্পন্ন করিয়াছিল। চৈতন্যদেব পণ্ডিত-শ্রেষ্ঠ ছিলেন, তাহার মত বহু ভাষাবিং লোক তখন ভারতবর্ষে কেহ ছিল না। তিনি নবদ্বীপের টোলে সংস্কৃত ও পালী শিখিয়াছিলেন, তিনি তেলেগু, তামিলও মলয়ালমে কথা বাৰ্ত্ত বলিতে পারিতেন,—তামিল ভাষায় দাড়াইয়া তিনি অনর্গল তা করিতে পারিতেন, উড়িষ্যা মৈথিল ও হিন্দীতে সৰ্ব্বদা গান করিতে পারিতেন। তিনি এই অসাধারণ পাণ্ডিত্য লইয়া র্যাহাদের সঙ্গে বিচার করিতে লাগিয়া যাইতেন, র্তাহারা তাহার প্রতিভায় বিস্মিত হইয়। যাইতেন। ২৭ বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করিয়া তিনি প্রায়ই‘হরি’হরি’বলিয়া কঁাদিতেন এবং মৃত্য করিতেন । ৰাজার। তাহার মুখে হরিনাম শুনিত,তাহারা যেন হরিকে প্রত্যক্ষ করিত। তিনি মেঘ দেখিয়া কৃষ্ণ ভ্ৰমে আলিঙ্গন করিতে যাইতেন, নদী দেখিলেই ভঁাহার কৃষ্ণলীলাময় वभूञान्न खण भन्न अम्लिङ, उभाजएक बज्राहेब्रा थत्रिब्रा অজ্ঞান হইয়া পড়িতেন । যাহারা তাহাকে দেখিত, তাহারা ভঁাহাকে ছাড়িয়া থাকিতে পারিত না,—ষ্ঠাহার