পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>QQ চৈতন্যদেব মূৰ্ত্তি ছিল পরম মুন্দর,এবং তিনি যখন'হরি"হরি বলিয়া কাদিতেন, তখন মনে হইত যেন নারদের বীণা বাজিতেছে,কিংবা বাগেদবী যেন নিজে হরিরনাম গাহিতেছেন । তিনি অনেক সময়ই বক্তৃতা দিয়া হরিভক্তি বুঝাই তেন না । (খুব সুন্দরী রমণীকে দেখিলেই যেরূপ L. লোকের চক্ষু মুগ্ধ হয়, কোন ব্যাখ্যার দরকার হয় না, গোলাপের সৌরভ যেরূপ কথা দিয়া বুৰাইতে হয় নাyসেইরূপ র্তাহার ভক্তি-ব্যাখ্যার দরকার হইত না, লোকে তাহাকে দেখিলেই ভক্তি কি তাহা বুঝিত । স্ত্রী-পুত্র কন্যাকে লোকে ভালবাসিয়া থাকে, কিন্তু স্ত্রী-কন্ত পুত্র অপেক্ষা শতগুণ বেশী যে ভগবানকে ভালবাসা যায়, -তিনি তাহাষ্ট তাহার জীবন দিয়া বুঝাইয়াছেন । ব্রাহ্মণ্য-প্রধান যুগের তিনি সর্বশ্রেষ্ঠ দান, ব্রাহ্মণের সার ভক্তি ও সার নিষ্ঠ তিনি জীবনে প্রমাণ । করিয়াছেন। কিন্তু ব্রাহ্মণদের জাতিভেদ, অহঙ্কার ও ঘুণ তিনি গ্রহণ করেন নাই, বরং তিনি বলিয়াছেনযদি তুমি মানুষকে ঘৃণা কর, তবে ভগবৎ ভক্তি পাইবে না।