পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»(:ፃ চৈতন্যদেৰ পন্থ, নারোজি প্রভৃতি কত দস্থ্য র্তাহার ভক্তি-প্রেম দেখিয়া উদ্ধার পাইয়াছিল ! ইন্দির, বারমুখী প্রভৃতি বেশ্বা, তীর্থ-রামের ন্যায় কত লম্পট তাহার মুখে হরিনাম শুনিয়া ধন্ত হইয়া গিয়াছিল – তাহ। তাহার জীবন-চরিত পাঠ করিলে জানিতে পারিবে । র্তাহার ভক্তির উচ্ছাস কিরূপ ছিল, তাহা এই কয়টি ছত্রে কিছু বুঝিতে পারিবে। তখন তিনি বোম্বাই প্রদেশে—

  • এত বলি কৃষ্ণহে বলিয়া ডাক দিল । সে স্থান আমনি যেন বৈকুণ্ঠ হইল।

অনুকূল বায়ু তবে বহিতে লাগিল । দলে দলে গ্রাম্য লোক আসি দেখা দিল । ছুটিল পদ্মের গন্ধ বিমোহিত করি । অজ্ঞান হইয়া নাম করে গৌর হরি। প্রভুর মুখের পরে সবার নয়ন। বর বর করি অশ্রু পড়ে অনুক্ষণ । বড় বড় মহারাষ্ট্ৰী আসি দলে দলে । শুনিতে লাগিলা নাম মিলিয়া সকলে।