পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ পরিচ্ছেদ বৈষ্ণব-সমাজ চৈতন্য প্রভূ ও তাহার সহচরদের জীবনের কথা লইয়া বড় বড় বই লেখা হইয়াছে। তাহা পড়িলে বৈষ্ণব ধৰ্ম্ম, হিন্দু সমাজ ও এ দেশের পুরাণ ইতিহাস অনেক জানিতে পারিবে । এই সকল পুস্তকের মধ্যে বাঙ্গলা ভাষায় গোবিন দাসের করচাই সৰ্ব্বাপেক্ষা প্রাচীন। গোবিন্দদাস জাতিতে লৌহের কৰ্ম্মকার ছিলেন, তিনি বৰ্দ্ধমান, কাঞ্চননগর বাসী ছিলেন। তিনি তাহার স্ত্রী শশীমুখীর সঙ্গে ঝগড়া করিয়া বাড়ী ত্যাগ করেন এবং চৈতন্যদেবের थग्न१ जएम्रन । ३१ s९४० श्हेउ .४९ss श्रीस्त्र लिनि চৈতন্যদেবের সঙ্গে দাক্ষিণাত্যে পৰ্য্যটন করেন। এই দুষ্ট ৎসরের ভ্রমণবৃত্তান্ত তিনি খুব সরল ও মুন্দর ভাষায় লিখিয়া গিয়াছেন। এই পুস্তক পড়িতে পড়িতে মনে হয় যেন চৈতন্যদেব আমাদের চোখের সামনে আসিয়াছেন, —তাহার মুখের হরিনাম যেন কাণের কাছে শুনিতে পাই। লেখাটি বড়ই চমৎকার।