পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t মনসাদেবীর গান সামগ্রীতে বোঝাই করিয়া বাণিজ্য করিতে গিয়াছিলেন ; দেবী ঝড় বৃষ্টির সৃষ্টি করিয়া সমস্ত ডিঙ্গাগুলি কালীদহের হ্রদে ডুবাইয়া দিলেন। চাদ সদাগর জলে ডুবিয়া মরিতে প্রস্তুত হইলেন । কিন্তু চাদ মরিয়া গেলে দেবীর পূজা ত জগতে প্রচার হইবে না, এইজন্য দেবী র্তাহার সিংহাসন হইতে মস্ত বড় একটা পদ্মফুল জলে ফেলিয়া দিলেন, সেই বড় পদ্মটার উপর ভর করিয়া যেন চাদ জলের উপর ভাসিয়া থাকিতে পারে, এই র্তাহার ইচ্ছা । মনসাদেবীর এক নাম পদ্মা। চাদ সেই পদ্মটা ধধিবার জন্ত হাত বাড়াইতে যাইয়া র্তাহার মনে পড়িল মনসাদেবীর নাম পদ্মা, সুতরাং পদ্মফুলের নামের সঙ্গে দেবীর নামের একটা মিল আছে । তখন চাদ ঘৃণায় হাত ফিরাইয়া লইলেন এবং জলে ডুবিয়া মরিবেন স্থির করিয়া হাত পা. ছাড়িয়া দিলেন। এত বড় ছিল তাঙ্গার তেজ এবং দেবীর উপর রাগ । তিনি মরিলেন না। তাছার আর একটি পরম সুন্দর পুত্র হইল। দৈবজ্ঞেরা গণিয়া বলিল,—বিবাহের রাত্রে মনসাদেবীর সাপে পুত্রটিকে কামড়াইয়া মারিবে।