পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎽ%Ꮈ -- - বৈষ্ণব-পদাবলী রাগিণীর নাম “মায়ুর”। প্রেমাশ্র পূর্ণ চক্ষে তিনি যে ভাবে উৰ্দ্ধদিকে চাহিয়া কৃষ্ণকে খুজিতেন,—তিনি যেরূপ নির্ভরের ভাবে সখার কাধে এলাইয় পড়িতেন, তাহা দেখিয়া কবিরা রাধার বর্ণনা এমন জীবন্ত । করিয়াছেন— . - “আজি কেন গোর চাদের বিরস বদন । কে আইল, কে আইল, বলি ডাকে ঘন ঘন।” প্রভৃতি পদে গৌরাঙ্গের সম্বন্ধে যে সকল কথা আছে, ঠিক সেইরূপ কথা রাধার সম্বন্ধেও পাওয়া যায় । । রাধার ছবি অনেক সময়ই গৌরাঙ্গের কথা মনে করাইয়। দেয়। রাধামোহন ঠাকুর নামে একজন কবি গৌরাঙ্গ । সম্বন্ধে লিখিয়াছেন— “আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র । । করতলে করই বয়ান অবলম্ব ॥ । পুনঃপুনঃ গতাগতি করুঘর পন্থ । ক্ষণে ক্ষণে ফুলবনে চলই একান্ত । নব নব ভাব করত প্রকাশ ।