পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য । ১৭২ প্রেম যিনি নিজ জীবনে এমন আশ্চৰ্য্য রকমের আগ্রহ-সহকারে দেখাইয়াছেন–র্তাহারই কথা লিখিতে লিখিতে পদকৰ্ত্তারা রাধাকৃষ্ণ প্রেমকে এরূপ জীবন্ত করিতে পারিয়াছেন । এই প্রেম তাহাদের ধ্যানে পাওয়া। ইহা কবির অষ্টপ্রহর সংকীৰ্ত্তন ওয়ালাদের o মুখে মুখে শুনিয়াছেন । নরোত্তম, রঘুনাথ প্রভৃতি রাজকুমারের রাজকুমারী রাধার ন্যায় গৃহ-মুখ বিসর্জন করিয়া'কৃষ্ণকৃষ্ণবলিয়৷ কাদিয়া জীবন কাটাইয়াছেন। সুতরাং কবিরা যাহা প্রত্যক্ষ করিয়াছেন, তাহাই এত সুন্দর করিয়া বর্ণনা করিতে পারিয়াছেন s এই বৈষ্ণব পদগুলি কল্পনার হাওয়ায় জন্মে নাই, গাঢ় অনুভূতির ক্ষেত্রে ইহাদের জন্ম। বহু সাধকের চোখের জলে ধৌত তপস্তা ও আরাধনার ফলে-রাজপুত্রকে ভিখারী