পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ● চাদ পুত্রের বিবাহ দিলেন, কিন্তু কোনরূপে সাপ বাসরঘরে ঢুকিতে না পারে এইজন্য লোহা দিয়া সাতলী পৰ্ব্বতের উপর ঘর নিৰ্ম্মাণ করিলেন । চারিদিকে অনেক সেপাই ও শাস্ত্রী ঘরটি ঘিরিয়া রাখিল । শত শত ওঝা নানারূপ ঔষধ সেই বাসর-ঘরের চারিদিকে পুতিয়া রাখিল, যাহাতে সাপ সেই গন্ধে ঘরের কাছে না আসিতে পারে। সদাগর শত শত বেঁজী ও ময়ুর বাসর ঘরের আশে পাশে ছাড়িয়া দিলেন, বেজীগুলি থাবা তুলিয়া বসিয়া রহিল ও ময়ূরের পেখম ধরিয়া সাপ মারিতে প্রস্তুত হইয়া রহিল । কিন্তু তবুও চাদ তাহার প্রিয়তম ছেলেকে রক্ষা করিতে পারিলেন না। দেবতার সঙ্গে মানুষের লড়াই, এতে কি কখন জয় হইতে পারে ? দেবীর সাপ কালনাগিনী একটা ছিদ্র পাইয়া ঘরে ঢুকিয়া চাদ বেনের ছেলে লখীন্দরকে কামড়াইয়া মারিয়া ফেলিল । আমি তোমাদিগকে বলিয়া রাখিয়াছি ভাসান গানের ছুইটি লোক বড় চমৎকার। প্রথম ব্যক্তি চাদ সদাগর, —দ্বিতীয়টি চাদের পুত্রবধূ বেহুল । বেহুল। লাল চেলী পরিয়াছিল, স্বামীর মৃত্যুর পর সে থান কাপড়