পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল সাহিত্য ১৭৪ গান সকলে বুঝিতে পারিবে, সম্ভবতঃ এই উদ্দেশ্যেই ইহার ব্রজবুলীতে পদ রচনা করিয়াছিলেন। গোবিন্দ দাসের সময়ে আরও কয়েকজন পদকৰ্ত্তা খুব সুখ্যাতি লাভ করিয়াছিলেন । ইহার মধ্যে জ্ঞানদাস, বলরাম দাস, রায়ুশেখর, ঘনশ্যাম প্রভৃতি শ্রেষ্ঠ ছিলেন । আমরা দুই চারিটি পদ ও পদের অংশ তুলিয়া দিয়া এই পদকৰ্ত্তাদের কবিত্বের নমুনা দিতেছি। “মন্দির তেজি যব পদ চাfর আয়িকু নিশি হেরি কম্পিত অঙ্গ । তিমির তুরন্তু পদ্ধ হেরই ন পারিয়ে পদযুগ বেড়ল ভুজঙ্গ ॥ " } ঘোর গহন অতি দূর । আর তাহে জলধর বরিখয়ে ঝরঝর হাম যাওব কোন পুর। । একে পদ-পঙ্কজ পন্ধে বিভূষিত