পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏄᎽ বৈষ্ণব-পদাবলী বলিতে যাইয়া শুধু আত্মার সম্পদকেই বড় করিয়া দেখিয়াছে। চৈতন্য-প্রভুর জীবন ভগদ্বস্তুক্তির এক পৃষ্ঠা, আর, বৈষ্ণব-পদাবলী সেই ভগবস্তুক্তিরই আর এক পৃষ্ঠা। বৈষ্ণবপদাবলীর অনেক সংগ্রহ-পুস্তক আছে, সেইগুলির মধ্যে বৈষ্ণবদাস রচিত পদকল্পতরুই সৰ্ব্বশ্রেষ্ঠ । এই পুস্তকে ৩০০১টি পদ আছে এবং উহা প্রায় ১৫০ বৎসর পূর্বে সঙ্কলিত হইয়াছিল। বৈষ্ণব-কবিদের যুগ চলিয়া গেল। তারপর কৃষ্ণচন্দ্র রাজার প্রভাবে বাঙ্গালা সাহিত্যে বিদ্যাসুন্দরের পালা গীত হইতে লাগিল। বৈষ্ণব-সাহিত্য বৈষ্ণব-কবিগণের হাত হইতে সাধারণের হাতে আসিয়া পড়িল । আমরা বলিয়াছি,এই দেশে চণ্ডীদাসেরও পূৰ্ব্বে কৃষ্ণধামালী গান হইত, সেগুলি অতিশয় অশ্লীল ও গ্রাম্য ভাষায় রচিত হইত, কৃষ্ণধামালী চাষারাই গাইত। যখন বৈষ্ণব । পদকর্তা ও কীর্তনীয়ারা বৈষ্ণব পদে তাহাদের প্রেমে । অমৃত ঢালিয়া দিলেন, তখন রাধাকৃষ্ণ লীলা খুব सैंक्नु হইয়া দাড়াইল। তাহাতে ধর্মের যুদ্ধ কথা লিখিত इहेटड नागिन । वहनि शैख्नौब्राप्नब ऋष nहे नरून নাম নিতে শুনিতে চাৰাদেরও অনেকটা শিক্ষ হইল।