পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য 〉bや

  • গা তোলরে নিশি অবসান। বঁাশ বনে ডাকে কাক, মালী কাটে কপি শাক গাধার পিঠে কাপড় দিয়ে রজক যায় বাগান ।”

এ পর্য্যস্ত কবির যত গান রচনা করিয়াছেন তাহার প্রায় সবগুলি দেব-দেবীর কথা লইয়া। প্রেমের গান ৰাধিতে হইলে তো রাধাকৃষ্ণের লীলা ছাড়া গতিই ছিল না। কিন্তু রামনিধি গুপ্ত ধৰ্ম্মের রূপক ছাড়িয়া দিয়া স্বতন্ত্রভাবে ভালবাসার গান বাধিয়া গিয়াছেন। ইহাকে লোকে নিধুবাবু বলিয়া জানিত, ইনি অতি প্রধান কবি ছিলেন, ইনি অল্প কথায় মনের এরূপ গৃঢ় বেদন বুঝাইতে পারিতেন যে অপরাপর অনেক কবি বহু পৃষ্ঠা লিখিয়াও তাহা পারিতেন না। ইনি ইং ১৭২১ সনে চাপত গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ১৮৩৪ সনে ৮৭ বৎসরে প্রাণ ত্যাগ করেন। শ্রীধর পাঠক নামক এক কবি এই সময় অনেক গুলি সুন্দর গান রচনা করিয়াছিলেন ।