পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ぶ> বাঙ্গালা গদ্য যাহার রাজ্য শাসন করিবেন, তাহাদের প্রয়োজন এইভাবে সিদ্ধ হইল, কিন্তু ইহার মধ্যে আর এক শ্রেণীর লোক আসিলেন, তাহাদের দরকার অন্তরূপের হইল। ঠিক যে বৎসর ফষ্টর ইংরেজী আইনের বাঙ্গলা 'கு প্রকাশ করিলেন, সেই বৎসর কেরি নামক এক পাদ্রী বাঙ্গল দেশে পদার্পণ করিলেন । বাঙ্গলা গদ্য- ; সাহিত্যের উন্নতির মূলে কেরি সাহেবের অক্লান্ত উদ্যম দেখিতে পাওয়া যাইবে । কেরী এ দেশে খৃষ্ট ধৰ্ম্ম প্রচার করিতে আসিয়াছিলেন । তিনি বুঝিলেন, এ দেশের লোকদিগকে জ্ঞান শিক্ষা দিতে হইবে, তাহাদের কুসংস্কার দূর করিতে হইবে, তবেই তো তাহারা বাইবেলের উচ্চ শিক্ষা পাওয়ার উপযুক্ত হইবে। শুধু ধৰ্ম্ম প্রচার ও জ্ঞান শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি স্বাৰ্থ-ত্যাগী মহাপুরুষের স্বায় তাহার জীবন নিয়োগ করিয়া গিয়াছেন। তিনি বহু কষ্ট্রে স্ত্রীরামপুরে একটি প্রেস স্থাপন করেন, এই জীরামপুর প্রেস হইতে সেকালের অনেক বাঙ্গলা পুত্তক প্রকাশিত হইয়াছিল। কেরি সাহেব অনেক গুলি ভাষা শিখিয়াছিলেন, তিনি বাঙ্গল ভাষায় অনেক