পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ર ૦ ૬ দেওয়া হইয়াছে। ইহার পর-সময়ে বিদ্যাসাগর মহাশয় যেরূপ ভাষায় বাঙ্গালা লিখিয়া যশস্বী হুইয়াছেন, রাজীবলোচন সেই ভাষার পূর্বাভাস দিয়াচেন । ফোর্ট উইলিয়াম কলেজে সাহেব ও বাঙ্গালী একত্র হইয়। বঙ্গ-ভাবতীর সেপা করিয়াছিলেন । সাহেবদের নিকট হাতেখড়ি পাইয়া বাঙ্গালীর নানাভাবে, নানা বিষয়ে সঙ্গালা পুস্তক লিখিতে লাগিলেন । রাজেন্দ্রলালের “fধবিধার্থ সংগ্রহ” এবং কে, এম, প্যানার্জির “বিদ্যাকল্পদ্রুম” গ্রকাশিত হইল। স্কুলের বাঙ্গাল পাঠ্য পুস্তক যখন বাঙ্গালীর নিজেই লিখিতে মুরু করিলেন, তখন ইংরেজ গুরুগণ এই ক্ষেত্র হইতে সরিয়া গেলেন । ফোর্ট উইলিয়াম কলেজের বাহিরে—গ্রাম্য ভাষায় ঠাট্ট বিক্রপে আসর জমাইয়া, প্রথম নাথ শৰ্ম্ম নামক একজন লেখক খুব জোরের সহিত গল্প লিখিতেছিলেন। ইংরাজী ১৮২৩ সালে র্তাহার "বাবুবিলাস’ নামক অপূৰ্ব্ব গল্পের বই প্রকাশিত হয়। তোমরা এই পুস্তক পড়িলে হাসিয়া হাসিয়া ক্লান্ত হইয়া পড়িবে, বাৰুর ছেলের পাঠশালার গুরুমহাশয়ের কাছে ৰাঙ্গাল