পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ミo シ প্রশংসা করিয়াছেন, কেহ টেকচাদকে ফিলডিং কেহব। মোলিয়ের ও ডিকেন্সের সঙ্গে উপমা দিয়াছেন, সেই প্রশংসা কিছু অন্যায় হয় নাই । কিন্তু এইটি বড় পরিতাপের বিষয় যে তিনি র্যাহার ভাণ্ডার লুটিয়া রত্বরাজি লইয়াছিলেন, তাহার নামটি মাত্র উল্লেখ না করিয়া গল্পটি খাটি তাহারই নিজের লেখা বলিয়া ভূমিকায় আত্ম-গরিমা প্রকাশ করিলেন এবং বঙ্কিম বাবুর মত লেখকেরাও টেকচাদকে বাঙ্গালা রহস্যসাহিত্যের স্রষ্টা বলিয়৷ পূজা প্রদান করিলেন। এক সময় বাঙ্গালী “নব বাবুবিলাস” পুস্তক পড়িয়া মাতোয়ারা হইয়া গিয়াছিল। লং সাহেবের পুস্তক তালিকায় দেখা যায় যে ১৮২৩ হইতে ১৮৫৫ সাল পর্য্যন্ত এই পুস্তকখানি ঘন ঘন ছাপা হইয়াছে, এই সময়ের মধ্যে এত সংস্করণ বাহির হইয়াছিল, যে এটি খুব আশ্চর্য্যের বিষয় মনে হইতেছে যাহার লেখা এক সময় এতদূর আদৃত হইয়াছিল, তাহার নামটি পর্য্যন্ত এখন বাঙ্গালী মনে রাখেন নাই এবং যিনি র্তাহারই ধন-দৌলতে ধনী হইলেন, তিনি মালিকের নামটি পৰ্য্যস্ত করিতে ভুলিয়া গেলেন।