পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२०१ বাঙ্গালা গদ্য বাঙ্গালা পত্রিকার ইতিহাসের গোড়ায়ও মিসনারীদের প্রযত্ন দৃষ্ট হয়। ১৮১৮ সালে “দিগদৰ্শন” নামক মাসিক পত্রিক শ্রীরামপুর হইতে প্রকাশিত হয়। কিন্তু ইহার দুই বৎসর পূৰ্ব্বে ১৮১৬ সালে গঙ্গাধর ভট্টাচাৰ্য্য ‘বেঙ্গল গেজেট” প্রকাশ করেন, কিন্তু ১৮১৮ সালে মাস মানের “শ্রীরামপুর-দৰ্পণ” এই সকল পত্রিকার উপর মাথা জাগাইয়া উঠে। এই অল্প স্থানে বহুসংখ্যৰ পত্রিকার নাম করিবার দরকার নাই। কিন্তু ১৮১৯ সালে রাজা রামমোহন রায়ের প্রকাশিত কৌমুদী উল্লেখ-যোগ্য, তিনি এই পত্রিকায় সতীদাহ নিবারণ প্রভৃতি নানারূপ সামাজিক সংশোধন-চেষ্টা সমর্থন করিয়া বঙ্গদেশে একটা বড় রকমের আন্দোলন স্বরু করিয়া দিয়াছিলেন । র্তাহার উত্তর গাহিতে অঙ্গীকারবদ্ধ হইয়। হিন্দুসমাজের প্রতিনিধিরূপে “চন্দ্রিক।” উপস্থিত হন। ১৮২২ সালে ভবানী বন্দ্যোপাধ্যায় এই পত্রিক প্রকাশ করেন । এই পত্রিকা তখন সমস্ত বঙ্গদেশের প্রাণের বস্তু হইয়া দাড়াইয়াছিল। ভবানী বন্দ্যোপাধ্যায়ের নাম তখন সহর মফস্বলে সৰ্ব্বত্র বিখ্যাত হইয়া পড়িয়াছিল,—কৌমুদী ও চন্ত্রিকার