পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૪ છે বাঙ্গালা গদ্য ভাবে ব্যাখা করিতেন, যাহার দরুণ অতি জটিল কথাও সরল হইয়া যাইত, বিষয়গুলি যে এত বড় তাহ আর কাহারও মনে হইত না । যাহারা তাহাকে গালাগালি করিত,তাহাদের উত্তর দিতে গিয়া তিনি মোটেই রাগিতেন না। শিশু মায়ের কোলে বসিয়া যেমন রাগিয়৷ হাত পা ছুড়িতে থাকে ও লাথি মারিতেও ক্রটি করে না, কিন্তু মা তাকে মিষ্টকথা বলিয়া সান্থনা ও উপদেশ দেন, রামমোহন সেই ভাবে পাঠকদিগকে উপদেশ দিতেন リ তিনি ছিলেন জ্ঞান-বৃদ্ধ, সমস্ত লোককে তিনি শিশুর মতন মনে করিতেন, রুষ্ট কথার জবাব তিনি তুষ্টভাবে দিতেন। র্তাহার পূৰ্ব্বে বাঙ্গল ভাষায় হুই পক্ষের বাদানুবাদ ছিল খেউড় গাইয়া যে যত গালাগালি দিতে পারিত, তাহারই ততট। বাহাদুরী ছিল । রামমোহন রায় প্রথম দেখাইলেন, সভ্যভাধে, ধীর ও সংযত হইয়। কিরূপে তর্ক করা যায়। তিনি আমাদের ভাষার ধূলি-কাদা আবর্জনা সৰ্ব্ব প্রথম সাফ করেন। এমন কি কেরি সাহেবের বাঙ্গলা পুস্তকেও অনেক কুরুচিপূর্ণ কথা আছে, কিন্তু রামমোহন রায়ের পুস্তকে একটি কথাও তেমন নাই । সে আমলে কবির খেউড়